সর্বশেষ

সৌদি আরবে রেড অ্যালার্ট জারি

Red alert issued in Saudi Arabia

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ধুলোঝড় ও ঝোড়ো বাতাসের প্রভাবে জনজীবনে চরম বিপর্যয় নেমে এসেছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) মঙ্গলবার দিনজুড়ে প্রতিকূল আবহাওয়ার সতর্কতা জারি করে একাধিক এলাকায় সর্বোচ্চ সতর্কতা ‘রেড অ্যালার্ট’ এবং উচ্চমাত্রার ঝুঁকি নির্দেশক ‘অরেঞ্জ অ্যালার্ট’ ঘোষণা করেছে। ধুলোবালির তীব্রতার কারণে অনেক স্থানে দৃষ্টিসীমা এক কিলোমিটারের নিচে নেমে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।

আবহাওয়া দপ্তরের তথ্যমতে, পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-খাফজি ও হাফর আল-বাতিন এলাকায় মঙ্গলবার বিকেল পর্যন্ত রেড অ্যালার্ট কার্যকর ছিল। এসব অঞ্চলে প্রবল ধুলোঝড়ের কারণে অনুভূমিক দৃষ্টিসীমা মারাত্মকভাবে হ্রাস পায়। একই সঙ্গে উত্তর সীমান্ত অঞ্চলের আল-উওয়াইকিলাহ, আরার ও রাফহা এলাকাতেও তীব্র ধুলো ও বাতাসের কারণে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়।

এনসিএম জানায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বালু উড়তে থাকায় জনপদ ধুলোর চাদরে ঢেকে যায়। ফলে সড়ক চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এবং সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় বাইরে যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।

এদিকে রাজধানী রিয়াদসহ আশপাশের আল-জুলফি, আল-ঘাট, আল-মাজমাহ ও শাকরা অঞ্চলে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। এসব এলাকায় দৃষ্টিসীমা ১ থেকে ৩ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। এছাড়া রিয়াদের দক্ষিণাংশ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের কয়েকটি এলাকায় ইয়েলো অ্যালার্ট জারি করে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জনসাধারণকে আবহাওয়ার সর্বশেষ আপডেট অনুসরণ, খোলা স্থানে অবস্থান এড়িয়ে চলা এবং সড়কে চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। জরুরি পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলারও অনুরোধ করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup