সর্বশেষ

সৌদির সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

Bangladeshi youth dies on Saudi road

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম (৪০) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। রোববার (১১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১২টার দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের জমজম ইসরা রোডে এ দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এই ঘটনায় নিহতের পরিবার ও গ্রামের মানুষজনের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের সহকর্মী ইউসুফ জানান, প্রতিদিনের মতো কাজ শেষ করে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির গাড়ি রফিকুল ইসলামকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পরপরই স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছালেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

রফিকুল ইসলাম পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের কাটাখালী গ্রামের বাসিন্দা এবং আজিজ হাওলাদারের মেজো ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, সংসারের অভাব-অনটন দূর করে স্ত্রী ও দুই সন্তানের ভবিষ্যৎ নিরাপদ করতে ২০২৩ সালে তিনি সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি একজন নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

নিহতের চাচা বারেক হাওলাদার বলেন, রফিকুল অত্যন্ত ভালো ও পরিশ্রমী মানুষ ছিলেন। অনেক কষ্ট ও ঋণের বোঝা নিয়ে তাকে বিদেশে পাঠানো হয়েছিল। তার অকাল মৃত্যুতে পরিবার দিশেহারা হয়ে পড়েছে। স্ত্রী ও ছোট দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে সবাই গভীর উদ্বেগে রয়েছেন।

এদিকে রফিকুল ইসলামের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে কাটাখালী এলাকায় শোকের মাতম শুরু হয়। পরিবারের পক্ষ থেকে তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও সৌদি আরবস্থ কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup