সর্বশেষ

সাগর থেকে দুই বাংলাদেশিকে উদ্ধার করেছে সৌদির বর্ডার গার্ড

Saudi Arabia Border Guard

লোহিত সাগরে দুর্ঘটনার পর ভাসমান অবস্থায় থাকা দুই বাংলাদেশি নাগরিককে সফল অভিযানে উদ্ধার করেছে সৌদি আরবের বর্ডার গার্ড। মঙ্গলবার প্রকাশিত সৌদি গ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, মক্কা অঞ্চলের আল-লিথ প্রশাসনিক এলাকায় টহলরত সীমান্তরক্ষীরা তাঁদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশিদের বহনকারী নৌকাটি লোহিত সাগরে গিয়ে ভেঙে যায়। নৌযানটি অচল হয়ে পড়লে তারা বিপদে পড়ে। এ অবস্থায় বর্ডার গার্ড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় এবং দুজনকেই সহায়তা প্রদান করে।

উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়া হয়েছে বলে সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নিয়মিত সমুদ্র টহলের মাধ্যমে এ ধরনের মানবিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

বর্ডার গার্ডের পরিচালক সমুদ্রে যেকোনো যাত্রার আগে নিরাপত্তা বিধি কঠোরভাবে অনুসরণ করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, সমুদ্রগামী নৌযান সমুদ্রে চলাচলের উপযোগী কি না, যন্ত্রপাতি ঠিক আছে কি না—এসব নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে সহায়তা পেতে নির্ধারিত হটলাইনে দ্রুত যোগাযোগ করারও আহ্বান জানান তিনি।

সূত্র: সৌদি গ্যাজেট

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup