সর্বশেষ

সৌদিতে রেকর্ডসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর

সৌদিতে প্রবাসীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে ২০২৫ সালে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট ৩৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা গত বছরের (২০২৪) ৩৩৮ জনের রেকর্ডকেও ম্লান করে দিয়েছে।

সরকারি তথ্যের বরাতে এএফপি জানায়, এই বৃদ্ধির মূল কারণ দেশটির কঠোর মাদকবিরোধী অভিযান। মোট মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ২৩২ জনই মাদকসংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত, যা মোট সংখ্যার দুই-তৃতীয়াংশের বেশি। সর্বশেষ গত সোমবার মক্কায় এক সুদানি নাগরিককে হত্যার দায়ে তিন সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের মধ্য দিয়ে এ বছরের মোট সংখ্যা ৩৪০-এ পৌঁছায়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, মৃত্যুদণ্ড কার্যকরে চীন ও ইরানের পরেই বর্তমানে সৌদি আরবের অবস্থান। মানবাধিকার সংস্থাগুলোর মতে, ২০২৩ সালে শুরু হওয়া ‘মাদকবিরোধী যুদ্ধ’ এবং ২০২২ সালের শেষ দিকে মাদক মামলায় মৃত্যুদণ্ড পুনর্বহালের ফলেই দেশটিতে প্রাণদণ্ডের সংখ্যা বেড়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup