সর্বশেষ

আকস্মিক বন্যায় দুই প্রবাসীকে বাঁচালেন তিন সৌদি তরুণ, ভাইরাল ভিডিও

Probash Time thumbnail

সৌদি আরবে ভারী বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় দুই চীনা প্রবাসীকে উদ্ধার করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তিন তরুণ সৌদি নাগরিক। হাইল অঞ্চলের পশ্চিমে আশ-শামলি এলাকার এই যুবকদের সাহসিকতার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছে শুয়াইব বুশরা এলাকায়, টানা বর্ষণের পর আকস্মিক বন্যা দেখা দিলে একটি গাড়ি তীব্র স্রোতে ভেসে গিয়ে উপত্যকার মাঝখানে আটকিয়ে পড়ে।

দুর্ঘটনার সময় গাড়িটির ভেতরে আটকা পড়েন দুই চীনা নাগরিক। তীব্র স্রোতের মধ্যে তারা সাহায্যের জন্য চিৎকার করলে পাশ দিয়ে যাওয়া তিন সৌদি তরুণ—আহমেদ নাসের আল-আনজি, হামুদ মাসামাহ আল-আনজি এবং মুবারক ফরিহ আল-আনজি—তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযানে ঝাঁপিয়ে পড়েন।

উদ্ধারকারী আহমেদ নিজের গাড়ি থেকে নেমে বিপদে পড়া গাড়িটির ওপর উঠে প্রথমে আটকে পড়া যাত্রীদের আশ্বস্ত করেন। পরে তিনি গাড়ির দরজা ভেঙে একজনকে এবং তারপর আরেকজনকে টেনে বের করেন। এরপর তিনজন মিলে তাদের নিরাপদ স্থানে নিয়ে যান। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো উদ্ধার প্রক্রিয়া শেষ হয়।

উদ্ধারের দৃশ্যটি ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, আহমেদ উদ্ধার হওয়া চীনা নাগরিকদের সান্ত্বনা দিচ্ছেন, আর পাশে দাঁড়িয়ে আছেন বাকি দুই উদ্ধারকারী।

এই মানবিক সাহসিকতার প্রশংসা ছড়িয়ে পড়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা মন্তব্য করেছেন—তিন সৌদি যুবকের এ কাজ সাহস, উদারতা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত, যা সৌদি জনগণের মূল্যবোধ ও সহমর্মিতার প্রতীক।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup