সর্বশেষ

মক্কায় রেড অ্যালার্ট জারী

Saudi pic 6915f603b9f2f

সৌদি আরবে হঠাৎ ভারী বৃষ্টি শুরু হওয়ায় দেশটির বিভিন্ন অঞ্চলে দুর্ভোগ দেখা দিয়েছে। বুধবারের তুমুল বৃষ্টিতে মক্কার দক্ষিণাঞ্চলের বহু সড়ক প্লাবিত হয়ে যান চলাচল ব্যাহত হয়েছে। তবে মক্কার কেন্দ্রীয় অংশে অবস্থিত মসজিদুল হারামে বৃষ্টি না হলেও প্রবল বাতাস ও মেঘাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করেছে।

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) মক্কার কিছু এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, এসব অঞ্চলে প্রবল বর্ষণ, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে, যা রাত পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দক্ষিণ মক্কার ডিফা‘কসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধ রাস্তায় দিয়ে যানবাহন চলাচল করছে। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো প্রবল বৃষ্টির কবলে পড়েছে এলাকা।

এনসিএমের মুখপাত্র হুসাইন আল-কাহতানি এক বিবৃতিতে জানান, আগামী ১৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের বেশিরভাগ অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তিনি নাগরিকদের সতর্ক থাকতে, নিচু এলাকা এড়িয়ে চলতে এবং সরকারি নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, মক্কা, মদিনা, রিয়াদ, আসির, আল বাহা, জাজান, কাসিম, হাইল, তাবুক, আল জৌফ, উত্তর সীমান্ত অঞ্চল ও পূর্বাঞ্চলের কিছু অংশে বৃষ্টি হতে পারে। এ সময় প্রবল দমকা হাওয়া, শিলাবৃষ্টি, উঁচু ঢেউ ও আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে।

মক্কা প্রদেশের সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র নাগরিকদের পানি জমতে পারে এমন উপত্যকা, টানেল ও নিচু এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এছাড়া মক্কা, জেদ্দা ও তাইফের মধ্যবর্তী সড়কে চলাচলকারী চালকদের কম দৃশ্যমানতা ও পিচ্ছিল রাস্তায় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: দ্য সিয়াসাত ডেইলি

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup