দীর্ঘ সাত বছর পর প্রবাসজীবন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন চট্টগ্রামের সাতকানিয়ার মো. ফারুক (৩২)। পরিবারের সঙ্গে নতুন জীবন শুরু করার আশায় ১৯ নভেম্বরের ফ্লাইটের টিকিটও কাটা ছিল। দেশে ফিরেই বিয়ের আয়োজনের কথাও চূড়ান্ত হয়েছিল। কিন্তু সেই প্রতীক্ষার আগেই প্রবাসে থেমে গেল তাঁর জীবনের পথচলা—সৌদি আরবের দাম্মামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এই প্রবাসী তরুণ।
সোমবার বিকেলে সৌদি আরবের দাম্মা শহরে একটি বাজার থেকে ছয় ভরি স্বর্ণ কিনে নিজ বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন ফারুক। তাঁর প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পেঁয়াজবোঝাই দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর মুহূর্তেই গাড়িটি দুমড়ে-মুচড়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মারা যান ফারুক ও তাঁর গাড়িচালক।
ফারুকের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের কাটগড় বিওসি মোড় এলাকায়। তিনি স্থানীয় মৃত আবদুল মোনাফের ছেলে। সাত বছর ধরে সৌদি আরবের নারিয়া এলাকায় একটি মুদি দোকানে কাজ করছিলেন তিনি। পরিশ্রমী ও সহৃদয় ফারুক ছিলেন ‘কালিয়াইশ প্রবাসী কল্যাণ পরিষদ’-এর একজন সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।
আরও
ফারুকের মৃত্যুসংবাদে স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। পরিবার জানিয়েছে, দেশে ফেরার জন্য দিন গুনছিলেন সবাই, বিয়ের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে ছিল। কিন্তু সব স্বপ্ন থেমে গেল এক করুণ দুর্ঘটনায়। এখন পরিবারের প্রতীক্ষা শুধু তাঁর নিথর দেহ ফেরার।











