সৌদি আরবের পবিত্র শহর মদিনায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ তিন প্রবাসীকে আটক করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, তারা একটি আবাসিক অ্যাপার্টমেন্টকে অনৈতিক কার্যকলাপের কেন্দ্র হিসেবে ব্যবহার করছিলেন।
মদিনা পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, নিয়মিত নিরাপত্তা তদারকির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। দেশটির ‘সামাজিক নিরাপত্তা ও মানব পাচার প্রতিরোধ অধিদপ্তর’-এর সঙ্গে সমন্বয় করে মদিনা পুলিশ যৌথভাবে অভিযানে অংশ নেয়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আটক প্রবাসীরা দীর্ঘদিন ধরে ভাড়া নেওয়া অ্যাপার্টমেন্টে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। গোপন সূত্রে তথ্য পাওয়ার পর পুলিশ তল্লাশি চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।
আরও
গ্রেফতারের পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাদের সরকারি আইনজীবীর কাছে হস্তান্তর করা হয়েছে।
মদিনা প্রশাসন জানিয়েছে, পবিত্র নগরীতে সামাজিক শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে এবং যে কোনো ধরনের অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।











