জীবিকা ও পরিবারের উন্নতির তাগিদে বাবা-মা, ভাই-বোন ছেড়ে দূর মরুর দেশে কর্মসংস্থানের খোঁজে গিয়েছিলেন প্রবাসী ফিরোজ তরফদার। স্বপ্ন ছিল পরিবারকে সামান্য সুখ দেওয়া, কিন্তু সেই স্বপ্নই অর্ধেকেই থেমে গেল। সৌদি আরবে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার আকস্মিক মৃত্যু পরিবারের মানুষের হৃদয়ে শোকের ছায়া ফেলেছে।
শনিবার (১৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৪টায় তাবুক প্রদেশের আল-ওয়াজ শহরে এই দুর্ঘটনা ঘটে। তিনি স্যানিটারি মিস্ত্রীর কাজ করছিলেন। ওয়াশরুমে গিজার মেশিন স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।
ফিরোজের মা পিয়ারা বেগম জানান, মাত্র আড়াই মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান তিনি। তার তিন বছর বয়সী ছেলে জুনায়েদ ইসলাম জিসান রয়েছে।
আরও
স্থানীয় ইউপি সদস্য মো. সানাউল্লাহ মিজি বলেন, “ফিরোজ খুব ভালো ছেলে। আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।” পরিবারের পক্ষ থেকে দ্রুত মরদেহ দেশে পাঠানোর দাবি জানানো হয়েছে।











