সৌদি আরবের আল কাসিম মরুভূমিতে পাথরের নিচে চাপা অবস্থায় ১৫ দিন নিখোঁজ থাকার পর মাদারীপুরের শিবচর উপজেলার সবুজ মাতুব্বরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সৌদি প্রবাসীদের মাধ্যমে মরদেহের পরিচয় নিশ্চিত হয়, তার ব্যবহৃত পোশাক দেখে সবাই নিশ্চিত হন এটি সবুজেরই।
সবুজ মানিকপুর গ্রামের একজন ভ্যানচালকের একমাত্র সন্তান। প্রবাসে যাওয়ার আগে ধার-দেনা করে সৌদি আরবে চাকরির উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন তিনি। প্রবাসে মাত্র কয়েকদিন কাটার পর ১৫ দিন ধরে তার সঙ্গে পরিবারের যোগাযোগ বন্ধ ছিল।

আরও
পরিবার জানায়, ২৯ সেপ্টেম্বর বাবার সঙ্গে শেষবার ফোনে কথা হয়েছিল। ওই সময় সবুজ ১০ হাজার টাকা পাঠানোর কথা বলেন। ১ অক্টোবর টাকা না পেয়ে পরিবারের পক্ষ থেকে ফোন করা হলে তার নম্বর বন্ধ পাওয়া যায়। এরপর আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি।
সৌদি পুলিশ আল কাসিম অঞ্চলের একটি মরুভূমির নির্জন স্থানে মরদেহটি উদ্ধার করে। পরিবারের দাবি, মরদেহ দেশে আনার খরচ তাদের পক্ষে বহন করা সম্ভব নয়। তারা সরকারের কাছে আবেদন জানিয়েছেন, সরকারি খরচে মরদেহ দ্রুত দেশে আনা হোক এবং হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বিষয়টি দুঃখজনক হিসেবে উল্লেখ করে জানান, পরিবার এখনও আনুষ্ঠানিকভাবে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেনি। তবে উপজেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন।











