সর্বশেষ

সৌদিতে মাসাজ পার্লারে অনৈতিক কার্যকলাপের অভিযোগে প্রবাসী গ্রেপ্তার

Saudipolice

সৌদি আরবের হাইল শহরে একটি মাসাজ পার্লারে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক প্রবাসী কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ এক বিশেষ অভিযানে তাকে আটক করে।

হাইল অঞ্চলের পুলিশ জানিয়েছে, জেনারেল ডিরেক্টরেট ফর কমিউনিটি সিকিউরিটি এবং মানব পাচার দমন শাখার সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই প্রবাসীকে অনৈতিক কার্যকলাপের সময় হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাকে পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, এই ঘটনার পর পৌরসভা আইন লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট মাসাজ পার্লারটির বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে হাইল আঞ্চলিক পৌরসভা। দেশটিতে সামাজিক শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখতে কর্তৃপক্ষ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup