ফেনীর পরশুরামের চিথলিয়া ইউনিয়নের পূর্ব অলকা গ্রামের প্রবাসী আবদুস সালাম ভূঁইয়া সজিবকে সৌদি আরবে অপহরণ করেছে দুর্বৃত্তরা। মুক্তিপণ হিসেবে তার পরিবারের কাছে দাবি করা হয়েছে ৫ লাখ টাকা। অপহৃত সজিব আমিনুর রহমান ভূঁইয়ার ছেলে।
ঘটনাটি ঘটেছে গত রবিবার (২১ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে। জানা গেছে, রিয়াদের যেদিদ সানাইয়া কোম্পানির অফিসের সামনে থেকে চারজনের একটি দল গাড়িতে করে সজিবকে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায়।
পরদিন সকালে পরিবারের সদস্যদের কাছে ফোন দিয়ে অপহরণকারীরা জানায়, ৫ লাখ টাকা মুক্তিপণ না দিলে সজিবকে হত্যা করা হবে। এ ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছে তার পরিবার।
আরও
এদিকে, সজিবের কর্মরত কোম্পানির পক্ষ থেকে বিষয়টি সৌদি পুলিশের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। প্রাথমিক অভিযোগে ধারণা করা হচ্ছে, প্রবাসী বাংলাদেশিদের কেউ এ ঘটনায় জড়িত থাকতে পারে।
প্রবাসীর পরিবার জানায়, ঘটনার পর থেকে তারা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে আছেন। দ্রুত সজিবকে উদ্ধার করে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা।











