সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মো. রিফাত হাসান (২৬) নামের এক বাংলাদেশি প্রবাসী। শনিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে শরিকাতুল মক্কার পেছনে ওভারব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিফাত চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তেলিবিলা এলাকার এজহার মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে প্রবাস জীবনে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, কাজ শেষে বাসায় ফেরার পথে দুইটি বাসের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান রিফাত। তাৎক্ষণিকভাবে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। বর্তমানে মরদেহ সৌদি আরবেই রাখা হয়েছে।
আরও
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. মিয়া ও নিহতের মামা মো. রফিক। প্রবাসী এই তরুণের মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।











