সর্বশেষ

ইসরাইলকে সৌদি যুবরাজের কঠোর বার্তা

Saudi crown prince's stern message to israel

অধিকৃত পশ্চিম তীরকে পুরোপুরি যুক্ত করার নেতানিয়াহুর পরিকল্পনা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের পর ইসরাইলকে কঠোর সতর্কবার্তা দিয়েছে সৌদি আরব। দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্পষ্ট বলেছেন, এমন পদক্ষেপ নিলে তেল আবিবের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের সব সম্ভাবনা শেষ হয়ে যাবে। এ অবস্থায় আব্রাহাম চুক্তির ভবিষ্যত নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

ইসরাইলের তথাকথিত হামাস-নির্মূল কর্মসূচি বছর ঘুরতেই ফিলিস্তিন নির্মূল কর্মসূচিতে পরিণত হয়েছে। বেনিয়ামিন নেতানিয়াহু বারবার গাজা ও পশ্চিম তীর দখল নেয়ার ইচ্ছাও ব্যক্ত করেছেন। এ অবস্থায় তার এই পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার বার্তা দিতে শুরু করেছে আরব দেশগুলো।

ইসরাইলি গণমাধ্যম কেএএনের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান রিয়াদে আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠকে স্পষ্ট ভাষায় ইসরাইলকে সতর্ক করেন। বলেন, তেল আবিব যদি পশ্চিম তীর দখলের দিকে এগোয়, তবে কোনোভাবেই তাদের সম্পর্ক স্বাভাবিক হওয়ার সুযোগ থাকবে না।

এর আগেই সংযুক্ত আরব আমিরাত পশ্চিম তীর দখলকে ‘রেড লাইন’ আখ্যা দিয়ে ইসরাইলকে হুঁশিয়ার করে। জানায়, আব্রাহাম চুক্তির মূল শর্তই ছিল পশ্চিম তীরের দখল থেকে ইসরাইলের সরে যাওয়া। এ অবস্থায়, দখলদার মনোভাব থেকে তেল আবিব সরে না আসলে সেই চুক্তি থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিয়েছে আমিরাত ও সৌদি।

সৌদি ঘনিষ্ঠ সূত্র জানায়, পশ্চিম তীর সংযুক্তকরণের যেকোনো পদক্ষেপ শুধু আব্রাহাম চুক্তিই ভেঙে দেবে না, বরং সৌদি–ইসরাইল স্বাভাবিক সম্পর্কের পথও চিরতরে বন্ধ করবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup