ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি ইসরায়েলকে লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সৌদি আরবের ভেতরে আছড়ে পড়ে। শুক্রবার (২৯ আগস্ট) রাতে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশসীমায় প্রবেশই করতে পারেনি বলে নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনী।
হিব্রু গণমাধ্যমের খবরে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি সৌদি ভূখণ্ডে গিয়ে পড়লেও দেশটির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের গতিপথ শনাক্ত করা হলেও এর কারণে কোনো সতর্কতা জারি করা হয়নি এবং সাইরেনও বাজানো হয়নি।
এর আগের দিন ইসরায়েলের বিমান হামলায় কয়েকজন শীর্ষ হুতি নেতা নিহত হওয়ার পর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছিল গোষ্ঠীটি। সেই ঘোষণার পরদিনই এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
আরও
অন্যদিকে টাইমস অব ইসরায়েল জানায়, চলতি বছরের ১৮ মার্চ গাজায় হামাসবিরোধী অভিযানে ইসরায়েল নতুন করে আক্রমণ শুরু করার পর থেকে ইয়েমেনের হুতিরা অন্তত ৭২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৩টির বেশি ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।








