সর্বশেষ

৯/১১ হামলায় সহায়তার অভিযোগে সৌদি আরবের বিরুদ্ধে মামলা চলবে: ফেডারেল বিচারক

Federal judge to continue case against saudi arabia for aiding

নিউইয়র্কের এক ফেডারেল বিচারক ৯/১১ হামলায় নিহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারের দায়ের করা মামলায় সৌদি আরবের আবেদন খারিজ করেছেন। মামলায় অভিযোগ করা হয়, মার্কিন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই সন্ত্রাসী হামলার আগে সৌদি আরব সন্ত্রাসীদের সহায়তা করেছিল।

যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ জর্জ ড্যানিয়েলস রায় দেন, বাদীদের অভিযোগ মামলা চলার জন্য যথেষ্ট। ফলে এই মামলার বিচার এখন চালু থাকবে এবং দীর্ঘদিনের আইনি লড়াই অব্যাহত থাকবে।

বাদীরা দাবি করেছেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগনে হামলার আগে সৌদি সরকার একটি চরমপন্থী চক্রকে পৃষ্ঠপোষকতা করেছিল। যদিও সৌদি আরব বারবার এই অভিযোগ অস্বীকার করেছে।

গত বছরের শুনানিতে নিহতদের পরিবার ও তাদের আইনজীবীরা প্রমাণ উপস্থাপন করেন, যেগুলোতে জানা যায়, যুক্তরাষ্ট্রে কর্মরত কয়েকজন উচ্চপদস্থ সৌদি কর্মকর্তা এই চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। তারা অভিযোগ করেন, এই চক্র দেশে সন্ত্রাসীদের চলাফেরায় সহায়তা করেছে।

জজ ড্যানিয়েলস রায়ে উল্লেখ করেন, সৌদি আরবের ব্যাখ্যা ও প্রসঙ্গ অনেকাংশে স্ববিরোধী এবং বিশ্বাসযোগ্য নয়। রায়ে বলা হয়, হামলার আগে সন্ত্রাসীদের সহায়তায় ওমর আল-বায়ুমি ও ফাহাদ আল-থুমাইরি নামের দুই ব্যক্তিকে নিয়োগ দিয়েছিল সৌদি আরব।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup