সৌদি আরবের দাম্মামে এক কর্মস্থলে দুর্ঘটনায় চট্টগ্রামের যুবক মোহাম্মদ ওমর ফারুক (২৬) নিহত হয়েছেন। তিনি সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের হাঙ্গরকুল কুইল্ল্য বলির পাড়ার আব্দুস সালাম হাজিরের ছেলে।
স্থানীয় সময় সোমবার (২৫ আগস্ট) সকাল আনুমানিক ৩টার দিকে দাম্মামের একটি বিল্ডিংয়ে কাজ করার সময় মাথার উপর গ্লাস ভেঙে পড়লে ওমর ফারুক ঘটনাস্থলেই মারা যান।
নিহতের নিকটাত্মীয়রা জানিয়েছেন, প্রায় এক বছর আগে ওমর সৌদি আরব গিয়েছিলেন। দুর্ঘটনার সময় তিনি নিজের কর্মস্থলে কাজ করছিলেন। স্থানীয়ভাবে শোক প্রকাশ করে তারা বলেন, এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় পরিবার খুবই ব্যথিত।
আরও
ঢেমশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আহমদ মিয়া এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতের মরদেহ দেশে আনার চেষ্টা চলছে এবং বিষয়টি পরিবারিকভাবে সমাধান করার পর বিস্তারিত জানানো হবে।
স্থানীয়রা এই দুর্ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন এবং প্রবাসী যুবকের নিরাপদ কর্মপরিবেশের গুরুত্ব পুনর্বার মনে করিয়ে দিয়েছেন।











