সর্বশেষ

ঢাকায় আসছেন সৌদি যুবরাজ সালমান

Saudi crown prince salman is coming to dhaka

সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মাদ বিন সালমান প্রথমবারের মতো বাংলাদেশ সফর করবেন বলে নিশ্চিত হয়েছে। এই তথ্য সোমবার (১১ আগস্ট) সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আলোচনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ডক্টর নজরুল ইসলাম জানান।

সঙ্গে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসও সৌদি আরব সফরে যাওয়ার কথা রয়েছে। পাশাপাশি, ইউনিক গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে সৌদি আরবের জন্য ১০০ জন নার্স নেয়ার প্রাথমিক ঘোষণা দিয়েছেন সৌদি আরবের উদ্যোক্তা ও স্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর খালিদ মোঘেম আলহারবি।

নবগঠিত সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশ হেলথকেয়ার প্রোসপেক্ট ইন সৌদি এরাবিয়ান এমপ্লয়মেন্ট মার্কেট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব ডক্টর নজরুল ইসলাম। তিনি বলেন, যেই দলই আগামী নির্বাচনে সরকার গঠন করুক, সৌদি আরবের জন্য বাংলাদেশ সম্পর্কিত নীতিতে পরিবর্তন আসবে না।

সভায় বেসরকারি খাতের উদ্যোক্তারা দুই দেশের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। সৌদি স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ অধ্যাপক ড. খালিদ মোঘাম আলহারবি বলেন, যদি বাংলাদেশি শ্রমিকদের সৌদি মান অনুযায়ী নার্সিং প্রশিক্ষণ দেওয়া যায়, তাহলে বাংলাদেশের জন্য অপার সম্ভাবনা তৈরি হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধিরা দক্ষ নার্স তৈরির জন্য সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। এ ধরণের সহযোগিতা দুই দেশের মধ্যে স্বাস্থ্য খাতে বিশেষ সংযোগের দ্বার খুলবে বলে আশা প্রকাশ করা হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup