সৌদি আরব ফিবা এশিয়া কাপ ২০২৫-এর গ্রুপ ‘সি’ ম্যাচে ভারতকে ৮৪-৫৯ পয়েন্টে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পথ সুগম করেছে। ২ জয় ও ১ হারের রেকর্ড নিয়ে তারা সোমবার রাতে গ্রুপ ‘ডি’-এর তৃতীয় স্থান অধিকারী ফিলিপাইনের বিপক্ষে প্লে-অফে মুখোমুখি হবে, যেখানে জয়লাভ করলে শেষ আটে জায়গা নিশ্চিত হবে।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সৌদি আরবের কোচ রিকার্ড কাসাস জানান, ফিলিপাইনের বিপক্ষে লড়াই মোটেও সহজ হবে না। “আমরা কঠিন এক প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছি, তাই এই কয়েক ঘণ্টার প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ,” বলেন তিনি।
দলের সেন্টার মোহাম্মদ আল-মারাওয়ানি সহকর্মীদের প্রশংসা করে বলেন, “আমি শুধু আমার সতীর্থদের পারফরম্যান্সের জন্য ধন্যবাদ জানাতে চাই। আশা করছি, সোমবার ফিলিপাইনের বিপক্ষেও আমরা এই মান বজায় রাখতে পারব।”
আরও
ফিলিপাইন গ্রুপ ‘ডি’-তে ইরাকের বিপক্ষে ৬৬-৫৭ পয়েন্টে জয় তুলে নিয়ে প্লে-অফে সৌদি আরবের প্রতিপক্ষ হয়েছে। অন্যদিকে, চীন জর্ডানকে ৯০-৬৮ পয়েন্টে হারিয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।
শুক্রবারের শেষ ম্যাচে নিউজিল্যান্ড গ্রুপ ‘ডি’ থেকে চীনা তাইপেকে ১১৮-৭৮ পয়েন্টে হারিয়ে সরাসরি শেষ আটে প্রবেশ করেছে, যা তাদের শিরোপা লড়াইয়ে বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।











