সর্বশেষ

সৌদি আরবে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার

More than 22,000 expatriates arrested in saudi arabia

সৌদি আরবে অবৈধভাবে বসবাস, শ্রম আইন ভঙ্গ ও সীমান্ত লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে ২২ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শনিবার (৯ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আরব নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ৩১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত দেশজুড়ে পরিচালিত যৌথ অভিযানে এসব প্রবাসীকে আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ১৩ হাজার ৮৩৩ জন বসবাস আইন, ৪ হাজার ৬২৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৬১৫ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন। এছাড়া অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৬৪০ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৩৫ শতাংশ ইয়েমেন, ৬৪ শতাংশ ইথিওপিয়া এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এ সময় অবৈধভাবে সৌদি ত্যাগের চেষ্টা করায় ৪৮ জনকে আটক করা হয়। পাশাপাশি লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়, নিয়োগ বা আড়াল করার অভিযোগে আরও ৩৭ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। বর্তমানে দেশটিতে ২৩ হাজার ৬৩০ জন অপরাধী আটক রয়েছেন, যার মধ্যে ২০ হাজার ৬০১ জন পুরুষ এবং ৩ হাজার ২৯ জন নারী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আটককৃতদের মধ্যে ১৬ হাজার ১৬২ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে, ৩ হাজার ১৩৬ জন টিকিট বুকিংয়ের অপেক্ষায় এবং ১১ হাজার ৫৮ জনকে ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে।

মন্ত্রণালয় আরও সতর্ক করে জানিয়েছে, অবৈধ প্রবেশ, পরিবহন, আশ্রয় বা সহায়তা প্রদানের অপরাধে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা, অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্ত এবং জনসমক্ষে নাম প্রকাশের শাস্তি হতে পারে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup