সৌদি আরবে চলতি বছরে বিবাহবিচ্ছেদের হার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। দেশটির আইন মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ৫৭ হাজার ৫৯৫টি বিবাহবিচ্ছেদের ঘটনা রেকর্ড করা হয়েছে। গড় হিসেবে প্রতিদিন ১৫৭টি এবং প্রতি ৯ মিনিটে একটি করে দাম্পত্য সম্পর্ক ভেঙে যাচ্ছে।
গালফ নিউজের শনিবার (১২ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, এসব বিচ্ছেদের মধ্যে অধিকাংশই ঘটেছে বৈবাহিক জীবনের প্রথম বছরেই। পরিসংখ্যানে দেখা গেছে, মোট বিচ্ছেদের ৬৫ শতাংশের বেশি হয়েছে বিয়ের এক বছরের মধ্যে। সমাজ বিশ্লেষকরা একে সামাজিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিসেবে দেখছেন।
এছাড়া, রিয়াদ, আল বাহা এবং হাইল অঞ্চলগুলিতে বিচ্ছেদের হার তুলনামূলকভাবে বেশি। বিশেষ করে আল বাহায় বিচ্ছেদের হার ৩৬ শতাংশ, রিয়াদে ২১.৭ শতাংশ এবং হাইলে ১৯.২ শতাংশ রেকর্ড করা হয়েছে। এতে স্পষ্ট হচ্ছে, বিবাহিত জীবন নিয়ে বড় ধরনের একটি সংকট তৈরি হয়েছে।
আরও
সমাজ বিশেষজ্ঞ আহমেদ আল নাজার মনে করেন, দাম্পত্য সম্পর্কের ব্যর্থতার পেছনে রয়েছে মানসিক প্রস্তুতির অভাব, পরিবারের অতিরিক্ত হস্তক্ষেপ, এবং অতিরিক্ত খরচে বিয়ে আয়োজন। এছাড়া অনেক সময় প্রেমের সম্পর্কে থাকা অবস্থায় যে আচরণ দেখানো হয়, তা বিয়ের পর পরিবর্তিত হওয়ায় হতাশা জন্ম নেয়।
আল নাজার আরও বলেন, “বিবাহ কোনো রঙিন উদযাপন নয় বরং এটি দীর্ঘমেয়াদী একটি জীবন প্রকল্প। এর জন্য প্রয়োজন বাস্তবসম্মত প্রত্যাশা, সহনশীলতা, এবং পারস্পরিক বোঝাপড়া—যা এখনকার অনেক দম্পতির মধ্যেই অনুপস্থিত।” সমাজে সচেতনতা ও পারিবারিক শিক্ষার ঘাটতিই এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মন্তব্য করেন তিনি।











