সর্বশেষ

হজের নতুন বিধিমালা প্রকাশ, কী আছে এতে

হজের নতুন বিধিমালা প্রকাশ, কী আছে এতে

সৌদি পাবলিক সিকিউরিটি ডিরেক্টরেটের ঘোষণা হজ পালনেচ্ছু সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মক্কায় প্রবেশ এবং হজ পালনের জন্য সরকারি অনুমতিপত্র নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে, যা নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার একটি অংশ। এই নিয়ম সৌদি নাগরিক এবং সেখানে বসবাসকারী প্রবাসী – উভয়ের জন্যই প্রযোজ্য।

সুতরাং, আপনি যদি এই বছর হজ পালনের পরিকল্পনা করে থাকেন বা হজ মৌসুমে মক্কায় যাওয়ার প্রয়োজন হয়, তবে নিম্নলিখিত বিষয়গুলি অবশ্যই মনে রাখতে হবে:

  • অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ: বৈধ অনুমতিপত্র ছাড়া মক্কায় প্রবেশ করা যাবে না। নিরাপত্তা চৌকিতে কাগজপত্র দেখাতে না পারলে ফেরত পাঠানো হবে।
  • প্রয়োজনীয় নথি: মক্কায় প্রবেশের জন্য নিম্নলিখিত তিনটি নথির মধ্যে যেকোনো একটি থাকতে হবে:
    • সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত পবিত্র স্থানগুলোতে কাজের বৈধ অনুমতিপত্র।
    • মক্কায় নিবন্ধিত বসবাসের প্রমাণপত্র (ইকামা)।
    • সরকার কর্তৃক ইস্যু করা হজ পারমিট।
  • অনলাইন আবেদন: মক্কায় প্রবেশের অনুমতিপত্র সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আবশের ইনডিভিজুয়্যালস’ (Absher Individuals) এবং ‘মুকিম’ (Muqeem)–এর মাধ্যমে অনলাইনে ইস্যু করা হচ্ছে। এটি ‘তাসরিহ’ নামক ইউনিফায়েড পারমিট সিস্টেমের সাথে যুক্ত। কর্মরত প্রবাসীরা পাসপোর্ট অফিসে না গিয়ে এই পোর্টালের মাধ্যমেই আবেদন করতে পারবেন।
  • হজ পারমিটের জন্য ‘নুসুক’ প্ল্যাটফর্ম: হজ ও ওমরাহ মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, হজযাত্রীদের অবশ্যই ‘নুসুক’ (Nusuk) প্ল্যাটফর্মের মাধ্যমে হজ পারমিট সংগ্রহ করতে হবে। ওমরাহ, ভিজিট বা টুরিস্ট ভিসায় হজ পালনের অনুমতি পাওয়া যাবে না।
  • ভুয়া ক্যাম্পেইন থেকে সাবধান: সামাজিক মাধ্যমে প্রচারিত ভুয়া হজ ক্যাম্পেইন থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো সন্দেহজনক প্রস্তাব দেখলে জরুরি হটলাইন বা স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে রিপোর্ট করার অনুরোধ করা হয়েছে।
  • ‘তাসরিহ’ প্ল্যাটফর্ম: অভ্যন্তরীণ মন্ত্রণালয় সৌদি ডেটা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথোরিটি (এসডিএআইএ)–এর সাথে இணைந்து ‘তাসরিহ’ প্ল্যাটফর্ম চালু করেছে। এর মাধ্যমে হজযাত্রী, কর্মী, স্বেচ্ছাসেবক এবং অনুমোদিত যানবাহনের জন্য পারমিট ইস্যু করা হয়। পারমিটের স্ট্যাটাস ‘তাওয়াক্কালনা’ (Tawakkalna) অ্যাপের মাধ্যমে দেখা যাবে।
  • ওমরাহ ভিসার শেষ তারিখ: সৌদি আরবে অবস্থানকারী ওমরাহ ভিসা ধারীদের জন্য ২৯ এপ্রিল, ২০২৫ (১ জিলকদ, ১৪৪৬ হিজরি) এর মধ্যে দেশত্যাগ করতে হবে। এই তারিখের পর অবস্থান করলে কঠোর শাস্তি, কারাদণ্ড ও জরিমানা হতে পারে।

এই নতুন নিয়মাবলী হজ ব্যবস্থাপনাকে আরও সুসংহত করতে এবং হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। যারা হজ পালনের জন্য মক্কায় যেতে ইচ্ছুক, তাদের উচিত এই নিয়মগুলি ভালোভাবে জেনে নেওয়া এবং সময় অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।
আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup