কাতার থেকে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে অভিবাসনের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশি প্রবাসীদের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাতের ঘটনা ঘটছে বলে সতর্ক করেছে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সাবধান থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।
বুধবার (১৪ জানুয়ারি) রাতে জারি করা এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, কাতারে অবস্থানরত কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান ইউরোপ ও আমেরিকায় উন্নত জীবন ও স্থায়ী বসবাসের আশ্বাস দিয়ে বাংলাদেশি প্রবাসীদের নানা ধরনের প্রতারণায় জড়াচ্ছে। তারা মিথ্যা ও অবাস্তব প্রতিশ্রুতির মাধ্যমে প্রবাসীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে বড় অঙ্কের অর্থ আদায় করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব প্রলোভনে পড়ে ইতোমধ্যে অনেক বাংলাদেশি প্রবাসী সর্বস্বান্ত হয়েছেন। প্রতারণার শিকার হয়ে একাধিক ভুক্তভোগী কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আনুষ্ঠানিকভাবে অভিযোগও দাখিল করেছেন, যা বিষয়টির গুরুতরতা নির্দেশ করে।
আরও
এই পরিস্থিতিতে দূতাবাস ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে অভিবাসনের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য প্রবাসীদের প্রতি জোর আহ্বান জানিয়েছে। যাচাই-বাছাই ছাড়া এবং আইনসম্মত প্রক্রিয়া অনুসরণ না করে অর্থ প্রদান থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস জানিয়েছে, প্রবাসীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় এ ধরনের প্রতারণা বিষয়ে প্রয়োজনীয় সচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে সন্দেহজনক কোনো প্রস্তাব বা প্রতারণার শিকার হলে দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।











