সর্বশেষ

কাতার প্রবাসীদের জন্য জরুরি বার্তা

Bangladesh embassy in qatar

কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য পোস্টাল ব্যালট সংগ্রহ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাস জানিয়েছে, কাতারের পোস্ট অফিস থেকে যেসব প্রবাসী ভোটার এসএমএস পেয়েছেন, তাদের পোস্টাল ব্যালট সংগ্রহের জন্য কোনো ফি পরিশোধ করতে হবে না।

সোমবার (৫ জানুয়ারি) প্রকাশিত এক বার্তায় দূতাবাস জানায়, যেসব প্রবাসী ভোটার কাতার পোস্ট অফিসের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ বা এসএমএসের মাধ্যমে বার্তা পেয়েছেন, তাদের জন্য স্পষ্টভাবে জানানো হচ্ছে যে পোস্টাল ব্যালট সংগ্রহের ক্ষেত্রে এসএমএসে উল্লেখিত ১৫ কাতার রিয়াল পরিশোধের প্রয়োজন নেই।

দূতাবাসের নির্দেশনা অনুযায়ী, এসএমএসে উল্লিখিত নির্দিষ্ট পোস্ট অফিসে গিয়ে প্রাপ্ত এসএমএস প্রদর্শন এবং মূল পাসপোর্ট অথবা পাসপোর্টের ফটোকপি দেখালে বিনামূল্যে পোস্টাল ব্যালটের খাম সংগ্রহ করা যাবে।

তবে যেসব ভোটার পোস্টাল ব্যালট নিজ বাসার ঠিকানায় ডেলিভারি নিতে ইচ্ছুক, তাদের ক্ষেত্রে ভিন্ন নিয়ম প্রযোজ্য হবে। দূতাবাস জানায়, এ ক্ষেত্রে কাতার পোস্টের হটলাইন নম্বর ১০৪-এ যোগাযোগ করে এসএমএসে উল্লেখিত নির্ধারিত কাতার রিয়াল পরিশোধের মাধ্যমে ব্যালট ও খাম বাসায় পৌঁছে নেওয়া যাবে।

এছাড়া দূতাবাস বিশেষভাবে অনুরোধ জানিয়েছে, যেসব প্রবাসী ভোটার এখনও কোনো এসএমএস পাননি, তারা যেন অপ্রয়োজনে পোস্ট অফিসে গিয়ে ভিড় না করেন। পোস্টাল ব্যালট সংক্রান্ত যেকোনো বিভ্রান্তি এড়াতে দূতাবাসের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup