সর্বশেষ

কাতারের সড়কে প্রাণ হারালেন চট্টগ্রামের যুবক

Chittagong youth loses his life on Qatar road

কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মো. ইফতেখার রিপন শরীফ (৩৪) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে আল খোর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ল্যান্ড ক্রুজার গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

নিহত রিপন পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী শরীফপাড়ার মৃত আবদুল গফুর শরীফের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন পরিবারের বড় সন্তান। জীবিকার তাগিদে কয়েক বছর ধরে কাতারে অবস্থান করছিলেন তিনি।

কাতারে থাকা রিপনের দুলাভাই মো. সাইফুদ্দিন জানিয়েছেন, সকালে নাস্তা করতে বাসা থেকে বের হয়েছিলেন রিপন। রাস্তা পার হওয়ার সময় হঠাৎ দ্রুতগতির গাড়ির ধাক্কায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই দুর্ঘটনার খবর পেয়ে দেশে রিপনের পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দ্রুত দেশে আনার বিষয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া চলছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup