সর্বশেষ

সড়ক দুর্ঘটনায় কাতারের ৩ কূটনীতিক নিহত

3 qatari diplomats killed in road accident

মিশরের শারম আল-শেখের কাছে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন কাতারি কূটনীতিক নিহত ও আরও দু’জন আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটেছে গাড়ির নিয়ন্ত্রণ হারানোর কারণে। গাড়িতে মোট পাঁচজন কাতারি নাগরিক এবং একজন মিশরীয় চালক ছিলেন। ঘটনাস্থলেই তিন কূটনীতিক মারা যান।

কায়রোয় কাতারি দূতাবাস নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে এবং জানানো হয়েছে, তাদের মরদেহ আজই বিমানে করে দোহায় পাঠানো হবে। আহত দুই কূটনীতিক বর্তমানে শারম আল-শেখ আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার আগে এই কূটনীতিকরা গাজা যুদ্ধবিরতি এবং বন্দিদের মুক্তি সংক্রান্ত আলোচনায় অংশ নিয়েছিলেন। এই আলোচনা কয়েক মাস ধরে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলছিল।

মিশরের শারম আল-শেখে আন্তর্জাতিক শান্তি শীর্ষ সম্মেলন আগামী সোমবার থেকে শুরু হতে যাচ্ছে। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সভাপতিত্ব করবেন। সম্মেলনে ২০টিরও বেশি দেশের নেতা অংশ নেবেন এবং গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার চেষ্টা করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup