সর্বশেষ

ওমান প্রবাসীদের জন্য বিশেষ সতর্কবার্তা

রয়্যাল পুলিশ সতর্কবার্তা

ওমান প্রবাসীদের জন্য বিশেষ সতর্কবার্তা: ব্যাংক কর্মকর্তা পরিচয়ে গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রবাসী প্রতারক চক্র। অভিযোগ রয়েছে, অ্যাকাউন্ট আপডেট করার নামে ভুক্তভোগীদের তথ্যাদি সংগ্রহ করে ব্যাংক থেকে অর্থ লুটে নিচ্ছে তারা। সম্প্রতি বিশেষ অভিযানে এমন একটি চক্রের ৬ প্রবাসী প্রতারককে আটক করেছে ওমান পুলিশ।

সতর্কবার্তায় রয়্যাল ওমান পুলিশ বলেছে, অপরিচিত কারোর কল ধরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তাছাড়া ব্যাংক কর্মকর্তা পরিচয়ে মোবাইল ফোনে কাওকে অ্যাকাউন্টের ব্যক্তিগত এবং নিরাপত্তা সংক্রান্ত তথ্য প্রদান না করার জন্যও অনুরোধ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও ‘সহজ লোন’ স্কিমের আড়ালে ফিশিং লিংক ছড়িয়ে ফাঁদ পাতা হচ্ছে। যেখানে নিজের ব্যাংক ও ব্যক্তিগত তথ্য দিয়ে সর্বস্ব হারিয়েছেন অনেকে।

তাই যে কোনো সন্দেহজনক লিংকে ক্লিক করার ক্ষেত্রেও যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ ওমান ও পুলিশ।

পুলিশ জানায়, প্রতারকরা সাধারণত কেন্দ্রীয় ব্যাংকের নামে নকল নথিপত্র তৈরি করে তা ফেজবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রামসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে। যেখানে সহজেই বড় অঙ্কের লোন পাওয়ার প্রলোভন দেখিয়ে তথ্য চাওয়া হয়।

একবার জিজ্ঞাসিত তথ্য দিলেই প্রতারক দল তা ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নেওয়ার সুযোগ পেয়ে যান। প্রতারণা থেকে বাঁচতে এসব স্ক্যাম নিয়ে সবাইকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup