সর্বশেষ

ওমানে কাল থেকে ছুটি শুরু, বন্ধ থাকবে দূতাবাস

ওমানে কাল থেকে ছুটি শুরু, বন্ধ থাকবে দূতাবাস

ওমানে শুক্রবার থেকে শুরু হচ্ছে ৩ দিনের ছুটি। শুক্র শনিবারের সাধারণ বন্ধের সঙ্গে যোগ হচ্ছে রোববারে সরকারের ঘোষিত নতুন বছরের ছুটিও। সরকারি – বেসরকারি উভয় খাতের কর্মীদের জন্যই এই ছুটি প্রযোজ্য হবে।

তবে কাজের ধরণ বিবেচনায় যেসব কর্মী ছুটিতে যেতে পারবেন না তাদেরকে এদিনের জন্য অতিরিক্ত মজুরি দিতে বাধ্য থাকবেন নিয়োগকর্তা।

এদিকে হিজরি নতুন বছরে বন্ধ থাকবে মাস্কাটের বাংলাদেশ দূতাবাসও। দূতালয় প্রধান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, আগামী ৭ জুলাই বা রোববার ছুটির কারণে দূতাবাসের সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

প্রতিবারই আরবি নতুন বছর উপলক্ষে ওমানে সরকারি ছুটি ঘোষণা করা হয়। এসময় বাংলাদেশসহ বিশ্বের মুসলিম নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সুলতান হাইথাম বিন তারেক।

ইসলামের ইতিহাসে কতগুলো উল্লেখযোগ্য স্মৃতির সম্মানার্থে ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাসকে মুহররম বা সম্মানিত বলে আখ্যায়িত করা হয়েছে।

ইসলামের ইতিহাসে বিষাদময় কারবালাসহ বিভিন্ন ঘটনার স্মরণে আরবি সনের হিজরি বছরের প্রথম মাস মুহররমের ১০ তারিখ পবিত্র আশুরা পালিত হয়। তাই মুসলিম ধর্মের সুন্নিদের কাছে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup