সর্বশেষ

যে কারণে ওমানের এয়ারপোর্টে জরিমানা দিচ্ছেন বেশিরভাগ বাংলাদেশি

Muscat Airport

ওমানের বিমানবন্দরগুলোয় যাত্রীদের জন্য ব্যাগ প্যাকিংয়ের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। তবে দুঃখজনক বিষয় হলো, এই নিয়মগুলো সম্পর্কে সঠিক ধারণা না থাকায় প্রায় ৬০ শতাংশ বাংলাদেশি যাত্রী বিমানবন্দরে গিয়ে আর্থিক জরিমানার সম্মুখীন হচ্ছেন। বুধবার মাস্কাট বিমানবন্দরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, অনেক বাংলাদেশি যাত্রীর ব্যাগ ও কার্টন ত্রুটিপূর্ণ।

নিয়ম অনুযায়ী, কোনো যাত্রীর ব্যাগেজ বা কার্টনের আকার কোনোভাবেই ৬২ ইঞ্চি বা ১৫০ সেন্টিমিটারের বেশি হওয়া চলবে না। পাশাপাশি কার্টনের আকৃতি অবশ্যই চতুর্ভুজ বা সমতল হতে হবে; মালামাল বেশি নেওয়ার সুবিধার্থে কার্টনকে কোনোভাবেই গোলাকার করা যাবে না। প্যাকিংয়ে দড়ি বা রশি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এর পরিবর্তে স্বচ্ছ বা ক্লিয়ার টেপ ব্যবহার করতে হবে। এছাড়া কার্টনের নিরাপত্তা রক্ষায় উপরে কাপড় মুড়িয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হচ্ছে।

শঙ্কার বিষয় হলো- নিয়মগুলো সম্পর্কে সঠিক ধারণা নেই অধিকাংশ বাংলাদেশির। ফলে নির্দেশনা না মানায় বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়তে হচ্ছে প্রবাসীদের।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup