সর্বশেষ

৬০ হাজার নতুন চাকরি নিয়ে সুখবর দিল ওমান সরকার

New decision on additional leave for omani expatriates e1748768482827

ওমানে ২০২৬ সালে ৬০ হাজার নতুন কর্মসংস্থানের ঘোষণা দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়। মূলত ওমানের শ্রমবাজারের উন্নয়ন এবং দক্ষ জনবল তৈরির লক্ষ্যেই এই মেগা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এই ৬০ হাজার কর্মসংস্থান হবে ওমানি নাগরিকদের জন্য। তার মধ্যে ১০ হাজার চাকরি হবে সরকারি খাতে এবং ৩৩ হাজার সুযোগ তৈরি করা হবে বেসরকারি খাতে। এছাড়া বাকি ১৭ হাজার কর্মসংস্থান নিশ্চিত করা হবে জাতীয় প্রশিক্ষণ এবং যোগ্যতা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে, যা সরাসরি কর্মসংস্থানের সাথে যুক্ত থাকবে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই লক্ষ্যমাত্রা বাস্তবায়নে ১৭টি কৌশলগত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এই দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ২০২৬ থেকে ২০২৭ সাল পর্যন্ত সময়কালকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া ২০২৮ থেকে ২০২৯ সালের মধ্যে ওমানি নাগরিকদের তদারকিমূলক, বিশেষায়িত এবং কারিগরি পদগুলোতে নিয়োগ দেওয়ার ওপর জোর দেওয়া হবে, যাতে তারা জাতীয় অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, বিগত বছরগুলোতেও ওমানের শ্রমবাজারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ২০২৫ সালে ৩৬ হাজারেরও বেশি ওমানি নাগরিকের কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছিল এবং ১৫ হাজারেরও বেশি মানুষকে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup