ওমানে মঙ্গলবার দিবাগত রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির উপকূলের কাছে আরব সাগরে বুধবার ভোরে পরপর তিনটি হালকা থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের আর্থকোয়েক মনিটরিং সেন্টার জানিয়েছে, ভোররাত থেকে ভোর পর্যন্ত সময়ের মধ্যে এসব কম্পন শনাক্ত করা হয়েছে।

সেন্টারের তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ২টা ১৯ মিনিটে ঘটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫। কম্পনের উৎপত্তিস্থল ছিল সালালাহ শহরের দক্ষিণ-পশ্চিমে আনুমানিক ২৬৩ কিলোমিটার দূরে এবং ভূ-পৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।
আরও
এরপর ভোর ৪টা ২৭ মিনিটে তুলনামূলকভাবে শক্তিশালী দ্বিতীয় ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। উৎপত্তিস্থল ছিল সালালাহ থেকে আনুমানিক ২৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং গভীরতা ছিল প্রায় ১২ কিলোমিটার।
অল্প সময়ের ব্যবধানে ভোর ৫টা ৫ মিনিটে তৃতীয় ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা ছিল ৫ দশমিক ৭। সেন্টার জানায়, এই কম্পনের উৎপত্তিস্থল সালালাহর দক্ষিণ-পশ্চিমে আনুমানিক ২০৯ কিলোমিটার দূরে এবং এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।










