ওমানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা থেকে দেশটির বেশিরভাগ এলাকায় উত্তর-পশ্চিম দিক থেকে জোর বাতাস বইতে পারে, যা কয়েক দিন স্থায়ী হতে পারে। এই সময়ে তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি কিছু এলাকায় আবহাওয়া খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অফিসের মতে, বাতাসের তীব্রতায় মরুভূমি ও খোলা এলাকায় ধুলা-বালি উড়তে পারে। এতে অনেক জায়গায় দৃশ্যমানতা কমে যেতে পারে। তাই বিশেষ করে হাইওয়ে ও খোলা এলাকায় গাড়ি চালকদের অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে—ধীরে চালানো, হেডলাইট/ফগলাইট ব্যবহার, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং অপ্রয়োজনে ওভারটেক না করার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি খুব খারাপ হলে নিরাপদ স্থানে থেমে অপেক্ষা করার কথাও বলা হয়েছে।
সমুদ্র পরিস্থিতিও উত্তাল হতে পারে বলে সতর্ক করা হয়েছে। উপকূলীয় এলাকায় ঢেউ বেড়ে সর্বোচ্চ প্রায় ২.৫ মিটার পর্যন্ত উঠতে পারে, ফলে ছোট নৌকা চলাচল, মাছ ধরা এবং সমুদ্রভ্রমণ ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে।
আরও
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ধুলাবালি ওঠে এমন এলাকায় বাইরে বের হলে সতর্ক থাকতে হবে এবং প্রয়োজন ছাড়া সাগরে না নামতে পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে জেলে ও ছোট নৌযান চালকদের আবহাওয়ার খবর দেখে চলাচল করতে এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। সবাইকে সরকারি/অফিসিয়াল আবহাওয়ার আপডেট অনুসরণ করতে অনুরোধ করা হয়েছে। পরিস্থিতি পরিবর্তন হলে নতুন করে আরও সতর্কতা বা নির্দেশনা জারি হতে পারে।










