সর্বশেষ

চালু হচ্ছে ওমানসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশের ভিসা!

Visas for 6 Middle Eastern countries, including Oman, are being introduced soon!

ওমানসহ উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) ছয়টি দেশে ভ্রমণ সহজ করতে শিগগিরই চালু হতে যাচ্ছে একক বা ইউনিফায়েড ট্যুরিস্ট ভিসা। নতুন এই ব্যবস্থায় জিসিসির বাইরে থাকা দেশের নাগরিকরা একবার আবেদন করেই সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন ও কুয়েতে স্বল্পমেয়াদি ভ্রমণের সুযোগ পাবেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ভিসাটির সম্ভাব্য মেয়াদ ৩০ দিন এবং ফি নির্ধারণ করা হতে পারে আনুমানিক ৯০ থেকে ১৩০ মার্কিন ডলারের মধ্যে।

নতুন উদ্যোগটিকে উপসাগরীয় অঞ্চলে বাস্তবভিত্তিক আঞ্চলিক সংযুক্তির একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে আলাদা আলাদা ভিসা ব্যবস্থার কারণে একাধিক দেশে ভ্রমণে যে প্রশাসনিক জটিলতা ও সময়ক্ষেপণ হতো, একক ভিসা চালু হলে তা অনেকটাই কমে আসবে। তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে পর্যটনকে বিকল্প আয়ের প্রধান খাত হিসেবে গড়ে তোলার কৌশলের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তবে ভিসাটি কার্যকর করতে বিলম্ব হওয়ার পেছনে নিরাপত্তা ও তথ্যসমন্বয় সংক্রান্ত চ্যালেঞ্জ বড় কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। একক ভিসার আওতায় অঞ্চলজুড়ে চলাচল নিশ্চিত করতে সদস্য দেশগুলোর মধ্যে বায়োমেট্রিক তথ্য, প্রবেশ ও প্রস্থান ডেটা এবং নজরদারি তালিকার সমন্বয় প্রয়োজন। এসব প্রযুক্তিগত ও নিরাপত্তাগত প্রস্তুতি সম্পন্ন করেই ধাপে ধাপে ভিসা কার্যক্রম চালুর পরিকল্পনা করছে জিসিসি কর্তৃপক্ষ।

ইউরোপের শেঙ্গেন ভিসা ব্যবস্থার সঙ্গে তুলনা করা হলেও জিসিসির এই ভিসা কাঠামো তুলনামূলকভাবে সীমিত পরিসরের। এতে অভ্যন্তরীণ সীমান্ত বিলুপ্ত হচ্ছে না এবং কাজ, বসবাস বা স্থায়ী অভিবাসনের সুযোগও রাখা হয়নি। এটি কেবল পর্যটন ও স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য প্রযোজ্য হবে। একই সঙ্গে ভিসার শর্ত ভঙ্গ বা মেয়াদোত্তীর্ণ অবস্থানের ক্ষেত্রে ছয় দেশেই সমন্বিত জরিমানা ও নিষেধাজ্ঞা কার্যকর করার বিধান রাখা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই একক ভিসা চালু হলে যেমন ভ্রমণ প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে, তেমনি অঞ্চলজুড়ে নিরাপত্তা ও জবাবদিহিতাও আরও সুসংহত হবে। সংযুক্ত আরব আমিরাতের জন্য এটি উপসাগরীয় অঞ্চলের প্রধান বিমান ও যাতায়াত কেন্দ্র হিসেবে অবস্থান আরও দৃঢ় করবে। সার্বিকভাবে, ইউনিফায়েড জিসিসি ট্যুরিস্ট ভিসাকে উপসাগরীয় সহযোগিতাকে নীতিগত ঘোষণার গণ্ডি পেরিয়ে বাস্তব সুবিধায় রূপ দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup