সর্বশেষ

ওমানে ৩৫ প্রবাসী গ্রেপ্তার

n oman!

ওমানে পৃথক দুই অভিযানে ৩৫ প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। উত্তর আল বাতিনাহ এবং উত্তর শারকিয়ায় পরিচালিত বিশেষ অভিযানে মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়। এসময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।

ওমান পুলিশ জানায়, দেশের সীমান্ত সুরক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে উত্তর শারকিয়াহ পুলিশ কমান্ড বিদিয়াহ প্রদেশের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে ৩২ আফ্রিকান নাগরিককে আটক করা হয়। আটককৃতরা যথাযথ নথিপত্র ছাড়াই অবৈধভাবে ওমানে প্রবেশ করেছিলেন। পরে তাদের সবাইকে আটক করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়।

অন্যদিকে, উত্তর আল বাতিনাহ পুলিশ কমান্ডের স্পেশাল টাস্কফোর্স ইউনিটের এক যৌথ অভিযানে তিন এশীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ব্যক্তিরা বিপুল পরিমাণ গাঁজা এবং বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট পাচারের জন্য ওমানে নিয়ে এসেছিল। ওমান পুলিশ দেশের নিরাপত্তা রক্ষায় এবং মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup