সর্বশেষ

ওমানের ১ রিয়ালে মিলছে ৩০ লাখ টাকা!

Omani rial

ওমানি রিয়ালের বিপরীতে ইরানি মুদ্রার ইতিহাসে নজিরবিহীন দরপতন ঘটেছে। সাম্প্রতিক বিনিময় হার অনুযায়ী, বর্তমানে মাত্র ১ ওমানি রিয়াল পাঠালেই ইরানে পাওয়া যাচ্ছে প্রায় ৩০ লাখ ইরানি রিয়াল। চলতি মাসের শুরুতেও যেখানে এই হার তুলনামূলকভাবে কম ছিল, সেখানে হঠাৎ এমন বড় ব্যবধানে মুদ্রার মান পরিবর্তনে ওমানে বসবাসরত ইরানি প্রবাসীদের মধ্যে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

প্রাপ্ত তথ্যমতে, বর্তমানে ইরানে ১ ওমানি রিয়ালের বিনিময় মূল্য দাঁড়িয়েছে প্রায় ২৯ লাখ ৫৮ হাজার ৪১৯ ইরানি রিয়াল। এই অস্বাভাবিক বিনিময় হার প্রবাসীদের জন্য আর্থিকভাবে লাভজনক হলেও, এর পেছনের বাস্তবতা ইরানের অর্থনীতির গভীর সংকটেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইরানি রিয়ালের এই চরম অবমূল্যায়ন এবং লাগামহীন মূল্যস্ফীতির বিরুদ্ধে গত ডিসেম্বরের শেষ দিক থেকে দেশজুড়ে ব্যাপক গণবিক্ষোভ শুরু হয়। অর্থনৈতিক দুরবস্থার পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা বিক্ষোভকে আরও তীব্র করে তুলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে প্রশাসনের কঠোর অবস্থানের ফলে হতাহতের ঘটনাও বাড়ছে বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণে রাখতে ইরান সরকার গত ৮ জানুয়ারি থেকে দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়। এতে সাধারণ মানুষের পাশাপাশি প্রবাসীদের সঙ্গে যোগাযোগেও বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। ফলে একদিকে ওমান থেকে বিপুল অর্থ পাঠানোর সুযোগ তৈরি হলেও, অন্যদিকে দেশের ভেতরের অস্থিরতা ও সংঘাতময় পরিস্থিতি নিয়ে ইরানি প্রবাসীদের মধ্যে গভীর উদ্বেগ ও অনিশ্চয়তা বিরাজ করছে।

বিশ্লেষকদের মতে, মুদ্রার এই অবমূল্যায়ন সাময়িকভাবে প্রবাসীদের জন্য সুবিধাজনক হলেও দীর্ঘমেয়াদে এটি ইরানের অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup