সর্বশেষ

এই ওমানি টাকা না চিনলেই বিপদে পড়বেন!

Currency

ওমানের মুদ্রা ইতিহাসে একটি নতুন অধ্যায় যুক্ত হলো। সুলতান হাইথাম বিন তারিক-এর সিংহাসনে আরোহণ দিবস উপলক্ষে দেশটির কেন্দ্রীয় ব্যাংক প্রথমবারের মতো এক রিয়ালের পলিমার ব্যাংকনোট বাজারে ছাড়ল। ঐতিহাসিক এই উপলক্ষকে স্মরণীয় করে রাখতে এবং আধুনিক ও টেকসই মুদ্রা ব্যবস্থার প্রতিফলন হিসেবে নতুন নোটটি প্রচলনে আনা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, প্রচলিত সুতি-মিশ্রিত কাগজের পরিবর্তে পলিমার উপাদানে তৈরি এই নোটটি দীর্ঘস্থায়ী, পরিবেশবান্ধব এবং অধিক নিরাপদ। এর মাধ্যমে ওমান প্রথমবারের মতো পলিমার ব্যাংকনোট ব্যবহারের যুগে প্রবেশ করল, যা আন্তর্জাতিক মানের আধুনিক মুদ্রা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

নতুন এক রিয়াল নোটের নকশায় ওমানের ঐতিহ্য ও আধুনিক উন্নয়নের সমন্বয় তুলে ধরা হয়েছে। নোটের সামনের অংশে সুলতান হাইথাম বিন তারিকের প্রতিকৃতি, ওমান বোটানিক গার্ডেনের স্থাপত্য এবং ঐতিহ্যের প্রতীক লোবান গাছের ছবি স্থান পেয়েছে। অপর পাশে রয়েছে সাইয়্যিদ তারিক বিন তাইমুর সাংস্কৃতিক কমপ্লেক্স, দুকম বন্দর ও দুকম রিফাইনারির চিত্র, যা দেশের অর্থনৈতিক অগ্রগতির প্রতিফলন।

নিরাপত্তা বৈশিষ্ট্যের দিক থেকেও নোটটি উন্নত। এতে বড় স্বচ্ছ জানালা, বিশেষ রঙ পরিবর্তনশীল কালি ও আধুনিক নিরাপত্তা চিহ্ন সংযোজন করা হয়েছে, যা জাল নোট প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। ১৪৫ মিলিমিটার দৈর্ঘ্য ও ৭৬ মিলিমিটার প্রস্থের এই নোটটি বিদ্যমান অন্যান্য ব্যাংকনোটের পাশাপাশি স্বাভাবিক লেনদেনে ব্যবহার করা যাবে।

এদিকে সংগ্রাহকদের কথা বিবেচনায় রেখে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ খামে মোড়ানো সীমিতসংখ্যক স্মারক নোট ও আনকাট শিট বিক্রির ব্যবস্থাও করেছে। মাস্কাটের রুবি, সালালাহ ও সোহারের কেন্দ্রীয় ব্যাংক শাখা এবং অপেরা গ্যালারিয়ার ওমান পোস্ট আউটলেট থেকে আগ্রহীরা এসব সংগ্রহযোগ্য নোট সংগ্রহ করতে পারবেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup