সর্বশেষ

ওমান নিয়ে বিদ্রুপ করায় প্রবাসী নারীকে ধরল পুলিশ!

Woman faces legal action in Oman over viral currency video

ওমানের জাতীয় মুদ্রার প্রতি অবমাননাকর আচরণ প্রদর্শন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক প্রবাসী নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। রোববার পুলিশের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিবৃতিতে জানানো হয়, অভিযুক্ত নারী তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে ওমানি জাতীয় মুদ্রার প্রতি অসম্মানজনক ও অবমাননাকর আচরণ স্পষ্টভাবে দেখা যায়। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করা হয়।

তদন্তের ধারাবাহিকতায় সংশ্লিষ্ট নারীকে শনাক্ত করে আটক করা হয়েছে। রয়্যাল ওমান পুলিশ জানায়, প্রাথমিক তদন্ত শেষে মামলাটি পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট পাবলিক প্রসিকিউশন দপ্তরে পাঠানো হয়েছে।


কর্তৃপক্ষ স্মরণ করিয়ে দিয়েছে, ওমানি আইন অনুযায়ী জাতীয় মুদ্রা ও রাষ্ট্রীয় প্রতীকের অবমাননা একটি গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়।

একই সঙ্গে রয়্যাল ওমান পুলিশ নাগরিক ও প্রবাসীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার করে দেশের আইন, সংস্কৃতি বা জাতীয় প্রতীকের প্রতি অসম্মান প্রদর্শন করলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সবাইকে ওমানের আইন ও সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup