সর্বশেষ

ওমানে দাঙ্গা ও ভাঙচুরের দায়ে ৫৯ প্রবাসীর জেল, ভিসা বাতিলের নির্দেশ

Omn

ওমানে দাঙ্গা, ভাঙচুর, উসকানি এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে ৫৯ জন প্রবাসীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং স্থায়ীভাবে দেশান্তরের নির্দেশ দিয়েছেন আদালত। দেশটির বিদবিদ প্রদেশের প্রাইমারি আদালত গত ৮ জানুয়ারি এ রায় ঘোষণা করেন। আদালত রায়ে জানান, অভিযুক্তদের বিরুদ্ধে জনশৃঙ্খলাবিরোধী কার্যক্রম ও সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি ক্ষতিগ্রস্ত করার অভিযোগ প্রমাণিত হয়েছে।

মামলার নথি অনুযায়ী, গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায় বিদবিদ প্রদেশের সা’আল এলাকায় একটি কোম্পানির শ্রমিক আবাসনের আশপাশে এই বিশৃঙ্খলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বিপুল সংখ্যক শ্রমিক সেখানে জড়ো হয়ে কোম্পানির স্থাপনা ও যানবাহনে ব্যাপক ভাঙচুর চালায় এবং উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে।

পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে তারা সংশ্লিষ্টদের শান্ত হওয়ার ও ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দেয়। তবে অভিযুক্তরা পুলিশের নির্দেশ অমান্য করে সহিংসতা অব্যাহত রাখে। পরে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে এবং আইনের আওতায় আনা হয়।

আদালত রায়ে দণ্ডিতদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন, যার মধ্যে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড কার্যকর করার নির্দেশ রয়েছে। পাশাপাশি সাজা শেষে তাদের সবাইকে ওমান থেকে স্থায়ীভাবে বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছে। অপরাধে ব্যবহৃত মোবাইল ফোনসহ সংশ্লিষ্ট আলামত বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছেন আদালত।

তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ২৩ জন অভিযুক্তকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, ওমানি দণ্ডবিধি ও সাইবার ক্রাইম আইনের আওতায় জনশৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিতকারী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup