ওমানের রাজধানী মাস্কাটসহ দেশের একাধিক প্রদেশে বুধবার সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, মাস্কাটের পাশাপাশি উত্তর আল শারকিয়াহ ও আল দাখিলিয়াহ প্রদেশের বিভিন্ন এলাকায় মঙ্গলবার রাত থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। এর পর বুধবার সকাল থেকে মাঝারি থেকে ভারী মাত্রার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, ওমান ও আরব সাগরের উপকূলবর্তী এলাকাগুলোতে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি লক্ষ্য করা যাচ্ছে। এতে করে নিচু এলাকা ও ওয়াদিগুলোতে দ্রুত পানি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে পাহাড়ি ঢলের ঝুঁকি থাকায় পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এই অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে দেশটির নাগরিক ও প্রবাসীদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টির সময় ওয়াদি বা পাহাড়ি ঢল অতিক্রম করা থেকে কঠোরভাবে বিরত থাকার নির্দেশনা জারি করা হয়েছে, কারণ আকস্মিক বন্যা যেকোনো সময় প্রাণঘাতী রূপ নিতে পারে।
আরও
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, বুধবার সারাদিন এবং আগামী বৃহস্পতিবারও দেশের বিভিন্ন প্রদেশে ভিন্ন ভিন্ন মাত্রার বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে ওমান সাগর ও আরব সাগরের উপকূলীয় অঞ্চলে বৃষ্টির তীব্রতা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর আল শারকিয়াহ ও আল দাখিলিয়াহর কিছু এলাকাতেও এর প্রভাব পড়তে পারে।
আকস্মিক বন্যার ঝুঁকি বিবেচনায় নিয়ে প্রশাসন নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে পিচ্ছিল সড়কে যানবাহন চালানোর সময় গতি নিয়ন্ত্রণে রাখার এবং বৈরী আবহাওয়ায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ করা হয়েছে।










