সর্বশেষ

ওমান প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা

Oman gives great good news to expatriates

রাজকীয় ডিক্রির আলোকে ওমানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকত্ব আইনের নতুন নির্বাহী প্রবিধান জারি করেছে। নতুন এই বিধিমালায় প্রবাসীদের জন্য ওমানি নাগরিকত্ব অর্জন, নাগরিকত্ব বাতিলের শর্ত এবং নাগরিকত্বপ্রাপ্তির পর অনুসরণযোগ্য বিভিন্ন বাধ্যবাধকতা স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আইনের কার্যকর প্রয়োগ ও স্বচ্ছতা নিশ্চিত করতেই এই প্রবিধান প্রণয়ন করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ওমানি নাগরিকত্বের জন্য আবেদনকারীদের ওমানে বৈধভাবে বসবাসের প্রমাণের পাশাপাশি চারিত্রিক সনদ দাখিল করতে হবে। একই সঙ্গে আবেদনকারীদের আরবি ভাষায় দক্ষতা প্রমাণের জন্য নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এর মাধ্যমে সমাজ ও সংস্কৃতির সঙ্গে নাগরিকদের একীভূত হওয়ার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রবিধানে বলা হয়েছে, নাগরিকত্ব লাভের পর সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রাথমিক আদালতে আনুগত্যের শপথ গ্রহণ করতে হবে। এছাড়া নাগরিকত্ব অনুমোদনের তারিখ থেকে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে ওমানি পাসপোর্ট সংগ্রহ করা বাধ্যতামূলক হবে। নির্ধারিত সময়ের মধ্যে এসব প্রক্রিয়া সম্পন্ন না করলে আইনগত জটিলতার মুখে পড়তে হতে পারে।

নতুন বিধিমালায় আরও উল্লেখ করা হয়েছে, নাগরিকত্বপ্রাপ্ত ব্যক্তি যথাযথ কারণ ও সরকারি অনুমতি ছাড়া টানা ২৪ মাসের বেশি সময় বিদেশে অবস্থান করতে পারবেন না। নিয়ম লঙ্ঘন বা নাগরিকত্ব বাতিলের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৯০ দিনের মধ্যে ওমানি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র জমা দিতে হবে।

ফি কাঠামোর বিষয়ে জানানো হয়েছে, সাধারণ নাগরিকত্ব আবেদনের জন্য ৬০০ ওমানি রিয়াল নির্ধারণ করা হয়েছে। ওমানি নাগরিকদের বিদেশি স্ত্রী কিংবা ওমানি নারীদের সন্তানদের জন্য আবেদন ফি রাখা হয়েছে ৩০০ রিয়াল। পাশাপাশি নাগরিকত্ব পুনরুদ্ধারের ক্ষেত্রে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ রিয়াল। নতুন এই প্রবিধান ওমানে নাগরিকত্ব ব্যবস্থাপনায় আরও শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup