সর্বশেষ

ওমানে যাওয়ার ১০ দিনের মাথায় প্রবাসী নারীর মৃত্যু

Expatriate woman dies 10 days after arriving in Oman

ওমানের জেবেল শামস এলাকায় ট্রেকিং করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতীয় প্রবাসী নারী শারদা আইয়ার (৫২)। স্থানীয় সময় দুর্ঘটনার দিন বন্ধুদের সঙ্গে পাহাড়ি এলাকায় ট্রেকিংয়ের সময় তিনি মারাত্মকভাবে আহত হন। পরে তার মৃত্যু হয় বলে পরিবার ও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

শারদা আইয়ার মাস্কাটে বসবাস করতেন এবং এর আগে ওমান এয়ারে ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনাটি ঘটে আল দাখিলিয়াহ গভর্নরেটের বাহলা অঞ্চলের পাহাড়ি এলাকায় ট্রেকিংয়ের সময়। দুর্গম পাহাড়ি পথ ও প্রাকৃতিক ঝুঁকির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

নিহত শারদা আইয়ার ভারতের কেরালা রাজ্যের কারুনাগাপল্লির থাঝাভা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি জনপ্রিয় মালয়ালাম সংগীতশিল্পী চিত্রা আইয়ারের বোন। পারিবারিক সূত্র জানায়, গত ২৪ ডিসেম্বর তিনি ভারতে বাবার শেষকৃত্যে অংশ নেওয়ার পর আবার ওমানে ফিরে আসেন।

তার বাবা ডা. আর. ডি. আইয়ার গত ১১ ডিসেম্বর ভারতে মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুতে শোকাহত অবস্থায় ওমানে ফেরার অল্প সময়ের মধ্যেই শারদা আইয়ারের এই আকস্মিক মৃত্যু পরিবার ও স্বজনদের জন্য আরও গভীর বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বর্তমানে তার মরদেহ বাহলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে। শারদা আইয়ারের মৃত্যুতে ওমানে বসবাসরত ভারতীয় প্রবাসী সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup