সর্বশেষ

প্রবাসীদের বাদ দিয়ে ওমানিদের চাকরি দিচ্ছে ওমান!

Oman fig ismail

ওমানের পর্যটন খাতে স্থানীয় জনশক্তি গড়ে তুলতে নতুন একটি উদ্যোগ নিয়েছে দেশটির ঐতিহ্য ও পর্যটন মন্ত্রণালয়। এই উদ্যোগের মাধ্যমে পর্যটন খাতে প্রবাসী শ্রমিকের ওপর নির্ভরতা কমিয়ে ওমানি নাগরিকদের অগ্রাধিকার দেওয়ার নীতিকে আরও জোরদার করা হচ্ছে। ফলে দেশটিতে কর্মরত ও ভবিষ্যতে কাজের প্রত্যাশায় থাকা প্রবাসীদের জন্য এটি এক ধরনের নেতিবাচক বার্তা হিসেবেও দেখা হচ্ছে।

শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে ঐতিহ্য ও পর্যটন মন্ত্রণালয় পর্যটন খাতে সরাসরি কর্মসংস্থানের লক্ষ্যে ১৪টি প্রশিক্ষণভিত্তিক চাকরির সুযোগ ঘোষণা করেছে। নির্বাচিত প্রার্থীরা নির্ধারিত প্রশিক্ষণ সম্পন্ন করার পর সরাসরি চাকরিতে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এই কর্মসূচির মাধ্যমে দক্ষ ও প্রশিক্ষিত স্থানীয় কর্মী তৈরি করাই মূল লক্ষ্য।

ঘোষিত উদ্যোগের কেন্দ্রে রয়েছে ‘লাইফগার্ড’ প্রশিক্ষণ কর্মসূচি। এর আওতায় পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় দায়িত্ব পালনের জন্য ওমানি নাগরিকদের প্রস্তুত করা হবে। এসব স্থাপনা ঐতিহ্য ও পর্যটন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত। কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যটন অবকাঠামোয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক মানের সেবা বজায় রাখতে দক্ষ লাইফগার্ডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কর্তৃপক্ষের মতে, এই পদক্ষেপ জাতীয় পর্যায়ে স্থানীয় জনশক্তিকে ক্ষমতায়নের বৃহত্তর কৌশলের অংশ। এর মাধ্যমে হসপিটালিটি ও পর্যটন শিল্পে ওমানি পেশাজীবীদের অংশগ্রহণ বাড়ানো এবং ধাপে ধাপে বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট মহলের মতে, এই নীতির ফলে পর্যটন খাতে কর্মরত প্রবাসীদের চাকরির সুযোগ সীমিত হয়ে পড়তে পারে।

আগ্রহী ওমানি নাগরিকদের নির্ধারিত কিউআর কোডের মাধ্যমে নিবন্ধন করতে হবে। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৬ জানুয়ারি ২০২৬। কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহীরা ২২০৮৮৫৯৯ অথবা ২২০৮৮৩৯৪ নম্বরে যোগাযোগ করতে পারবেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে ওমানের পর্যটন খাতে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup