সর্বশেষ

ওমানে ভুয়া সরকারি ওয়েবসাইট, প্রবাসীদের জন্য সতর্কতা

Migrant workers in dire straits in oman

ওমানে বসবাসরত সকল প্রবাসীর জন্য একটি অত্যন্ত জরুরি সতর্কতা জারি করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। একটি সংঘবদ্ধ প্রতারক চক্র ওমানের ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষের (সিপিএ) আসল ওয়েবসাইটের আদলে হুবহু নকল একটি ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষকে প্রতারিত করার চেষ্টা করছে। চক্রটি এতটাই নিখুঁতভাবে এই নকল সাইট তৈরি করেছে যে, সাধারণ মানুষের পক্ষে আসল ও নকলের পার্থক্য বোঝা কঠিন হয়ে পড়েছে।

পুলিশ জানিয়েছে, এই চক্রটি অত্যন্ত কৌশলে নাগরিক ও প্রবাসীদের ব্যক্তিগত তথ্য ও ব্যাংক অ্যাকাউন্টের গোপন পিন নম্বর হাতিয়ে নিচ্ছে। এরপর সেই তথ্য ব্যবহার করে মুহূর্তের মধ্যেই ভুক্তভোগীদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ তুলে নিচ্ছে। অনেক প্রবাসী না বুঝে বা সরকারি ওয়েবসাইট মনে করে সরল বিশ্বাসে নিজেদের গোপন তথ্য দিয়ে এই ফাঁদে পা দিতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ।

এ অবস্থায় পুলিশ প্রবাসী ও নাগরিকদের অনলাইনে যেকোনো লিংকে প্রবেশ করা বা তথ্য দেওয়ার আগে সেই ওয়েবসাইটের সত্যতা ভালোভাবে যাচাই করার আহ্বান জানিয়েছে। কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, ওমানের ভোক্তা অধিকার কর্তৃপক্ষ সেবা প্রদানের জন্য কখনোই অনলাইনে, হোয়াটসঅ্যাপে বা ফোনের মাধ্যমে ব্যাংক কার্ডের তথ্য চায় না। তাই কেউ এমন তথ্য চাইলেই সতর্ক হতে এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানাতে বলা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup