ওমানের রাজধানী মাস্কাটে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) সকালে মাস্কাটের ঘোবরা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দু’জন কুমিল্লা জেলার এবং অপর দু’জন কক্সবাজার জেলার বাসিন্দা বলে জানা গেছে।
নিহতদের মধ্যে দুই জনের পরিচয় ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। তারা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার প্রদীপ কুমার এবং রামু উপজেলার লোকমান হাকিম। বাকি দু’জনের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রতিবেশী ও সহকর্মীদের বরাতে জানা যায়, কাজ শেষ করে তারা একটি গাড়িতে করে নিজ নিজ বাসায় ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে তাদের বহনকারী গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তারা। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা চারজনকেই মৃত ঘোষণা করেন।
আরও
দুর্ঘটনার পর নিহতদের মরদেহ মাস্কাটের কুলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
এদিকে, ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতদের মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে বলে দূতাবাস সূত্রে জানানো হয়েছে।










