ওমানে প্রবাসী কর্মীদের জন্য পেশাগত স্বীকৃতি ও যোগ্যতা যাচাই প্রক্রিয়া আরও কঠোর করা হয়েছে। দেশটিতে প্রবেশের আগে এখন থেকে প্রবাসী শ্রমিকদের একাডেমিক ও পেশাগত যোগ্যতা বাধ্যতামূলকভাবে যাচাই করতে হবে। ভুয়া সনদ ব্যবহার বা প্রতারণার বিরুদ্ধে কঠোর শাস্তি কার্যকরেরও সতর্কতা দিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পেশাগত মান বিভাগীয় পরিচালক জাহের বিন আবদুল্লাহ আল শেইখ জানান, শ্রমবাজারে শৃঙ্খলা আনা, যোগ্যতা জালিয়াতি কমানো এবং গুরুত্বপূর্ণ পেশাগত খাতে দক্ষতার মান বাড়ানোই নতুন উদ্যোগের লক্ষ্য। ইঞ্জিনিয়ারিং, লজিস্টিকস, অ্যাকাউন্টিংসহ বিভিন্ন নিয়ন্ত্রিত পেশায় কাজ করতে আগ্রহী বিদেশিদের দেশে প্রবেশের আগেই অনুমোদিত সেক্টরভিত্তিক স্কিল ইউনিটের মাধ্যমে যোগ্যতা মূল্যায়ন ও অনুমোদন নিতে হবে বলে তিনি জানান।
যোগ্যতা যাচাই সম্পন্ন হওয়ার পরই সংশ্লিষ্ট কর্মীর জন্য ওয়ার্ক প্র্যাকটিস লাইসেন্স ইস্যু করা হবে এবং এই লাইসেন্স অনুমোদিত না হলে কোনোভাবেই এন্ট্রি পারমিট দেওয়া হবে না। মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক সময়ে ভুয়া পেশাগত শ্রেণিবিন্যাস সনদ ও কাজের লাইসেন্স জালিয়াতির বেশ কয়েকটি ঘটনা ধরা পড়েছে, যা ওমানের প্রচলিত আইনের স্পষ্ট লঙ্ঘন।
আরও
কর্তৃপক্ষ আরও জানায়, অননুমোদিত সংস্থা থেকে লাইসেন্স সংগ্রহ করা বা যাচাই না করা উভয়ই দণ্ডনীয় অপরাধ। এসব অপরাধে জরিমানা, লাইসেন্স বাতিল, বহিষ্কার এবং আদালতে অভিযুক্তকরণ পর্যন্ত শাস্তির বিধান রয়েছে। পাশাপাশি লাইসেন্স যাচাইয়ে অবহেলা বা অনিয়ম করলে নিয়োগকর্তারাও সমানভাবে দায়ী থাকবেন।
ওমান সরকার মনে করে, শ্রমবাজারে স্বচ্ছতা ও পেশাগত মান বৃদ্ধির পাশাপাশি নিয়োগকর্তা সুরক্ষা ও ওমানিজেশন নীতিকে এগিয়ে নিতে এই সংস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন নিয়ম কার্যকর হওয়ায় যোগ্যতা যাচাই প্রযুক্তি, কমপ্লায়েন্স সেবা ও স্বীকৃত প্রশিক্ষণ খাতে চাহিদা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।










