সর্বশেষ

ওমানে অবৈধ প্রবাসীদের ১ দিন বাকি, পুলিশের অভিযানে ৩৪ প্রবাসী গ্রেপ্তার

Expatriate Bangladeshis are n

ওমানে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসরত প্রবাসীদের আইনি সমস্যা সমাধানের শেষ সময়সীমা ঘোষণা করেছে ওমান পুলিশ। শ্রম মন্ত্রণালয়ের নির্দেশ মেনে বসবাসের অনুমতি বা কাগজপত্র সংক্রান্ত ঝামেলা মেটানোর জন্য ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। পুলিশ পরিষ্কার জানিয়ে দিয়েছে, জরিমানা ছাড়া বৈধ হওয়ার বা সমস্যা সমাধানের এটাই শেষ সুযোগ।

1767016133 1767016133 r5ymmcqppxor 700x400

ওমানের বিভিন্ন সীমান্ত অঞ্চলে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে জোরদার নিরাপত্তা অভিযান চালিয়ে একাধিক বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। দেশটির সামগ্রিক অভ্যন্তরীণ নিরাপত্তা বৃদ্ধি এবং সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে এই সমন্বিত অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ওমান পুলিশ বিবৃতিতে বলা হয়েছে, উত্তর আল শারকিয়াহ আল উস্তা গভর্নরেট পুলিশ কমান্ডের যৌথ অভিযানে আফ্রিকান বংশোদ্ভূত ১২ জনকে আটক করা হয়। তারা সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ওমানে প্রবেশের চেষ্টা করছিল বলে অভিযোগ পাওয়া গেছে। একই ঘটনায় অবৈধ অনুপ্রবেশে সহায়তার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিজের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে অনুপ্রবেশকারীদের পরিবহন ও প্রবেশে সহায়তা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে মুসন্দম গভর্নরেটে পরিচালিত পৃথক অভিযানে এশীয় বংশোদ্ভূত আরও ২২ জনকে অবৈধভাবে দেশে প্রবেশের সময় আটক করে পুলিশ। একই অভিযানে চারজনকে অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টার সময় গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট প্রত্যেকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রয়্যাল ওমান পুলিশ জানায়, অবৈধ প্রবেশ, মানবপাচার ও সীমান্ত–সম্পর্কিত অপরাধ রোধে কঠোর নজরদারি অব্যাহত রাখা হবে। নিরাপত্তা বাহিনী সীমান্ত এলাকায় টহল কার্যক্রম আরও বাড়িয়েছে এবং ভবিষ্যতেও এমন অভিযানের তীব্রতা বজায় থাকবে।

কর্তৃপক্ষ নাগরিক ও বসবাসরত প্রবাসীদেরও সতর্ক থাকতে এবং সন্দেহজনক তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাকে জানানোর আহ্বান জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup