ভোরের আলো ফোটার আগেই নিভে গেল বাংলাদেশের রাজনীতির অন্যতম উজ্জ্বল নক্ষত্র। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (৮০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফজরের নামাজের ঠিক পরেই তার এই চিরবিদায়ের খবর নিশ্চিত করে বিএনপি।
বেগম জিয়ার মৃত্যুসংবাদ কেবল বাংলাদেশের সীমানায় আবদ্ধ থাকেনি, এটি বড় নাড়া দিয়েছে মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলোতেও। ওমানের শীর্ষ দৈনিক‘টাইমস অব ওমান’ তাদের প্রতিবেদনে বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার দীর্ঘ চার দশকের অসামান্য প্রভাবের কথা স্মরণ করেছে। বিশেষ করে, ওমানসহ মধ্যপ্রাচ্যে বসবাসরত লাখো প্রবাসী বাংলাদেশির কাছে তিনি যে এক আবেগের নাম, টাইমস অব ওমান তাদের প্রতিবেদনে সেই গভীর অনুভূতির কথা তুলে ধরেছে।
একইসাথে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী গণমাধ্যম ‘গালফ নিউজ’ এবং ‘দ্য অ্যারাবিয়ান স্টোরিজ’ তাদের প্রধান সংবাদে এই বিয়োগান্তক ঘটনা তুলে ধরেছে। তারা বেগম জিয়াকে বাংলাদেশের ‘প্রথম নারী প্রধানমন্ত্রী’ এবং গণতন্ত্রের লড়াইয়ের অন্যতম প্রতীক হিসেবে উল্লেখ করেছে।
আরও
দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, ডায়াবেটিস ও কিডনি জটিলতার সঙ্গে লড়াই করছিলেন এই ‘আপোষহীন নেত্রী’।
২০২৬ সালের নির্বাচনের ঠিক আগে এবং বড় ছেলে তারেক রহমানের দেশে ফেরার পরপরই এই বিচ্ছেদ দলের নেতাকর্মী ও প্রবাসীদের মাঝে এক বিশাল শূন্যতা তৈরি করেছে ।










