সর্বশেষ

ব্রেকিং নিউজ, ওমানে ভূমিকম্প

Oman fog ismail

ওমানের উত্তরাঞ্চলীয় প্রদেশ মুসান্দামের দক্ষিণে রবিবার (২৮ ডিসেম্বর) ভোরে হালকা মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ২.৯।

স্থানীয় সময় ভোর ৪টা ৪৪ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। কেন্দ্রীয় সংস্থার সিসমোলজিক্যাল বিশ্লেষণে দেখা গেছে, ভূগর্ভের প্রায় ৫ কিলোমিটার গভীরে কম্পনটির উৎপত্তিস্থল ছিল।

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এই ভূমিকম্পে কোনও ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। এলাকার বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়নি, কারণ কম্পনের তীব্রতা খুবই নিম্নমাত্রার ছিল।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের কিছু স্থানে দুর্বলভাবে কম্পনটি অনুভূত হলেও দেশের ওপর এর কোনও প্রভাব পড়েনি বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট সংস্থা জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং জনজীবনে কোনও বিঘ্ন ঘটেনি।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র বলছে, ওমানের উত্তরাঞ্চলে মাঝে মাঝে এ ধরনের ক্ষুদ্র ভূকম্পন ঘটে থাকে, যা টেকটোনিক গতিবিধির প্রাকৃতিক ধারাবাহিকতার অংশ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup