ওমানের উত্তর শারকিয়াহ প্রদেশে বৈদ্যুতিক তার ও মূল্যবান সরঞ্জাম চুরির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। মুদাইবি, ইবরা এবং আল কাবিল অঞ্চলে জাতীয় বৈদ্যুতিক অবকাঠামোতে ধারাবাহিক ভাঙচুর ও চুরির সঙ্গে তারা জড়িত ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশের তদন্তে জানা গেছে, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমার ও ডিস্ট্রিবিউশন ইউনিট থেকে তার এবং অন্যান্য সরঞ্জাম খুলে নিয়ে যাচ্ছিল। এসব চুরির ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোর বিদ্যুৎ সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়।
অধিকর্তা জানান, গ্রেপ্তারের পর সংগ্রহীত প্রমাণে অভিযোগগুলো নিশ্চিত হয়েছে। চুরির সরঞ্জাম উদ্ধারসহ ঘটনাগুলোর সঙ্গে তাদের সংশ্লিষ্টতা প্রাথমিক জিজ্ঞাসাবাদেই প্রমাণিত হয়েছে।
আরও
আইনপ্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় অবকাঠামোয় ভাঙচুর ও চুরির মতো অপরাধ দেশের নিরাপত্তা ও সেবা ব্যবস্থায় সরাসরি প্রভাব ফেলে। তাই অপরাধীদের বিচারের আওতায় আনতে দ্রুত আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
আরওপি নাগরিক ও প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে, এ ধরনের সন্দেহজনক কার্যকলাপ দেখলে দ্রুত নিকটস্থ থানায় বা জরুরি নাম্বারে তথ্য দিতে, যেন অবকাঠামো-সংক্রান্ত অপরাধগুলো দ্রুত প্রতিরোধ করা যায়।











