সর্বশেষ

ওমানে ১০ লাখ রিয়ালের গহনা চুরি, গ্রেপ্তার ২

Two European tourists arrested for RO1mn jewellery theft in Muscat

ওমানের রাজধানী মাস্কাটে একটি গহনার দোকান থেকে প্রায় দশ লাখ ওমানি রিয়াল মূল্যের গয়না চুরির ঘটনায় দুই ইউরোপীয় নাগরিককে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ। পরিকল্পিত এই চুরির ঘটনা ঘটে আল-ঘুবরা এলাকায়, যেখানে চোররা দোকানের নিকটবর্তী একটি হোটেলে অবস্থান নিয়ে কয়েকদিন ধরে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

পুলিশ জানায়, ভোর ৪টার দিকে অভিযুক্তরা যান্ত্রিক ভাঙার সরঞ্জাম ব্যবহার করে দোকানের পেছনের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর সিন্দুক ভেঙে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে পালিয়ে যায়। পুরো প্রক্রিয়াটি অত্যন্ত পরিকল্পিতভাবে সম্পন্ন করা হয় যাতে কোনো অ্যালার্ম সক্রিয় না হয়।

চুরির পর নিজেদের পর্যটক পরিচয় ব্যবহার করে তারা একটি নৌকা ভাড়া নেয় এবং আল-সিফাহ সৈকতে গিয়ে লুট করা গহনাগুলো লুকিয়ে রাখে। পরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পুলিশ ওই সৈকত থেকে চুরি হওয়া সব গয়না উদ্ধার করতে সক্ষম হয়।

আটক দুই ইউরোপীয় নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে চুরি, ভাঙচুর ও সংগঠিত অপরাধের ধারায় মামলা প্রক্রিয়াধীন। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি বড় ধরনের অপরাধচক্রের সঙ্গে সম্পৃক্ত কিনা, সে বিষয়েও তদন্ত চলছে।

রয়্যাল ওমান পুলিশ নাগরিক ও প্রবাসীদের সতর্ক করে জানিয়েছে, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে নিরাপত্তা ব্যবস্থায় অতিরিক্ত নজরদারি বৃদ্ধি করতে এবং সন্দেহজনক কোনো গতিবিধি দেখলে দ্রুত পুলিশকে অবহিত করতে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Japan slim gif (1)
Probashir city web post